স্টাফ রিপোর্টার : চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি লিমিটেড (রেজি নং- ২৫৪৪) চকরিয়া প্রবাসী ইউনিয়ন সৌদিআরব শাখার উপদেষ্টা মোহাম্মদ রিদুয়ানুল করিমের শুভ জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সৌদিআরব শাখা এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে আনুষ্ঠানিকভাবে কেক কেটে উৎসবমুখর পরিবেশে জন্মদিন পালন করা হয়। পরে সকলের মাঝে নৈশভোজ পরিবেশন করা হয়।
সৌদিআরব শাখার সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান বাঙ্গালী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা আলিমের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা জাফর আলম, মো. নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান দুলাল, উপ-অর্থ সম্পাদক এরফানুল করিম, দপ্তর সম্পাদক নুরুল হুদা মইনু, আওয়ামী ফাউন্ডেশনের সদস্য তাজুল ইসলাম, জয়নুল আবেদীন, রিফাত খান প্রকাশ (শাকিব খান), মিঠু মিয়া প্রমুখ ব্যক্তিবর্গ। অনুষ্ঠান থেকে মহান আল্লাহ কাছে উপদেষ্টা রিদুয়ানুল করিমের শারীরিক সুস্থতা ও দীর্ঘ হায়াত কামনা করা হয়।
