136 - 136Shares
শাহজালাল শাহেদ (সিডব্লিউ) :
চকরিয়ার বরইতলী সিকদারপাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্য জনিত রোগে আক্রান্ত। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। রোববার (২১মার্চ) পৌঁনে ৩টার দিকে সিকদারপাড়াস্থ নিজবাড়িতেই শয্যাশায়ি অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ এশার নামাযের পর ডাঙ্গারদিঘী কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হবে।
সাবেক এমপি বীর মুুক্তিযোদ্ধা সালাহউদ্দিন মাহমুদের শোক :
চকরিয়ার বরইতলীর কৃতী সন্তান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চকরিয়ার সাবেক এমপি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান (তৎকালীণ প্রতিমন্ত্রী মর্যাদা সম্পন্ন) বীর মুুক্তিযোদ্ধা এ.এইচ সালাহউদ্দিন মাহমুদ। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মহান আল্লাহর দরবারে মরহুমের জন্য পরকালীণ জীবনের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।