373 - 373Shares
স্টাফ রিপোর্টার :
কক্সবাজারে মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন করেছে ইসলামী ছাত্রশিবির। এ উপলক্ষে মাঠ কাঁপিয়ে স্লোগান ধরে নেতাকর্মীরা। শুক্রবার (২৬মার্চ) সকালে সংগঠনটির কক্সবাজার জেলা শাখার ব্যানারে চকরিয়া শহরে একটি র্যালি বের করা হয়।
শিবির নেতা কামাল হোসেন ও মুহাম্মদ আসহাবের নেতৃত্বে র্যালিটি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে শিবির নেতারা সকলকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন শাখা থেকে আসা উপস্থিত নেতাকর্মীদের শান্ত হওয়ার আহবান জানিয়ে বক্তব্য শুরু করেন। বক্তব্যে অর্জিত স্বাধীনতার মান মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যের সম্প্রীতি গড়ার বিকল্প নেই বলে মন্তব্য করেন শিবির নেতারা।
বিভিন্ন সূত্রে প্রকাশ, কক্সবাজার জেলা শিবিরের ব্যানারে অনুষ্ঠিত র্যালিটি বিশাল ও বর্ণাঢ্য হয়েছে বলে নেতাদের পক্ষ থেকে দাবি করা হয়।