ইউসুফ বিন হোসাইন, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি :
চকরিয়া পৌর এলাকার ৭ নং ওয়ার্ডে মৌলবীকুম বাজার ইসলামি যুব কাফেলার মাহফিল সম্পন্ন হয়। চার ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বাদে জোহর হতে স্থানীয় বক্তা মৌলানা রেজাউল করিমের আলোচনার মধ্য দিয়ে নিজপানখালী পোরাতন জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে মাহফিলের সূচনা পর্ব শুরু হয়।
এতে মাহফিলের সভাপতি হিসেবে ছিলেন হযরত মৌলানা আ.ক. ম ছাদেক, আরবি প্রভাষক আমজাদিয়া রফিকুল ওলুম ফাজিল ডিগ্রী মাদ্রাসা ও হযরত মৌলানা আবুল হোসাইন আনসারী, সুপার- চকরিয়া উম্মেহাতুল মোমেনিন মহিলা দাখিল মাদ্রাসা। উক্ত মাহফিলে প্রধান মুফাচ্ছির হিসেবে ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কোরআন আল্লামা আমিরুল ইসলাম বেলালী- সভাপতি জাতীয় মুফাচ্ছির পরিষদ। প্রধান আলোচক হিসেবে ছিলেন প্রখ্যাত আলেমেদীন হযরত আমিরুল ইসলাম ফারুকি সাতক্ষীরা, সদস্য বাংলাদেশ মুফাচ্ছির পরিষদ। প্রধান বক্তা হিসেবে ছিলেন হযরত মৌলানা হাফেজ বশির আহমদ খতিব চকরিয়া সোসাইটি বাইতুল মাওয়া জামে মসজিদ কমপ্লেক্স। বিশেষ বক্তা হিসেবে ছিলেন মৌলানা নেজাম উদ্দিন, এহেসানুল হক নাঈমি সহ স্থানীয় বক্তাগণ।
আলোচনায় বক্তাগণ ইসলামী বিধি বিধান কে গুরুত্ব দিয়ে নিজের পরিবার থেকে শুরু করে সারা বিশ্বে কোরআনি আইন প্রতিষ্ঠা করার আহবান করেন।
মাহফিলের প্রধান অতিথি হিসেবে ছিলেন কক্সবাজার (০১) আসনের সাংসদ জাফর আলম,বিশেষ অতিথি হিসেবে ছিলেন আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান,মৌলানা এহেসানুল হক,গিয়াস উদ্দিন সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
